Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীর পাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১১:৩৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১২:১৮

বেনাপোল সীমান্তে ইছামতি নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ

যশোর: জেলার বেনাপোল সীমান্তে ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পাচভুলট বিওপি এলাকার ইছামতি নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিজিবি এসে মরদেহ উদ্ধার করে।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরসীদ আহমেদ জানান, কে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এমনকি মরদেহটির পরিচয়ও শনাক্ত হয়নি।

সকালে পাচভুলট বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং সীমান্তের শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিল।

মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে মরদেহটি এখানে এলো এবং এই হত্যাকান্ড কীভাবে ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।

সারাবাংলা/এসডব্লিউ

মরদেহ উদ্ধার যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর