Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষানবিশ আইনজীবী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৫

মেহেরপুর: মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোমানা আক্তার ছবি (২৫) নামের এক নারী শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমানা আক্তার মেহেরপুর জেলা শহরের ক্যাশবপাড়ার খোকন ড্রাইভারের মেয়ে।

জানা গেছে, সকালে রোমানা তার এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে গাংনী শহরে যাচ্ছিলেন। পথে গাংনীর গাঁড়াডোব গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রোমানা ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

মেহেরপুর শিক্ষানবিশ আইনজীবী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর