Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিলমারী নদীবন্দরসহ ৮ প্রকল্প উঠছে একনেকে সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৬:২৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪

একনেক

ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে চিলমারী নদীবন্দরসহ ৮টি প্রকল্প অনুমোদনের জন্য উঠছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা। আগামী সোমবার (২৩ ডিসেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে উপস্থাপিতব্য প্রকল্পগুলো হচ্ছে- চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারি এবং নয়াহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্প; আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প; কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প; অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন-পুনঃবাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন প্রকল্প; ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ৬০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন প্রসেস প্ল্যান্ট সংগ্রহ ও স্থাপন প্রকল্প; রশিদপুর-১১ নং কূপ খনন প্রকল্প; ২ডি সিসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক ৭ অ্যান্ড ৯ প্রকল্প এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার প্রকল্প।

বিজ্ঞাপন

সূত্র জানায়, এছাড়া বৈঠকে মৌলভী বাজারে আরেকটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক স্থাপন’ প্রকল্পটি বাতিলের জন্য উপস্থাপন করা হতে পারে।

সূত্র আরও জানায়, অন্যান্যের মধ্যে বৈঠকে ইতোপূর্বে পরিকল্পনা উপদেষ্টার অনুমোদন দেওয়া ৬টি প্রকল্প অবগতির জন্য উপস্থাপন করা হতে পারে। এ প্রকল্পগুলো হচ্ছে- মাদানী এভিনিউ হতে বালু নদী পর্যন্ত প্রশস্তকরণ এবং বালু নদী হতে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প; রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প; নির্বাচিত ফসলের নন-হিউম্যান কনজাম্পশন এবং ফসলের ক্ষতি ও অপচয় নিরূপন জরিপ প্রকল্প; অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প; বাংলাদেশের প্রাণিকূলের রেড লিস্ট হালনাগাদকরণ প্রকল্প এবং চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিআইডিপি- ৪) প্রকল্প।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/আরএস

একনেক বৈঠক

বিজ্ঞাপন

আমার কাজই তো মারা: শামীম
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১১

আরো

সম্পর্কিত খবর