মালিবাগে পোশাক কারখানা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬
ঢাকা: রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের একটি পোশাক কারখানা থেকে শিউলী আক্তার (৩৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে মালিবাগ ডিআইটি রোডের মিঞা গার্মেন্টের চারতলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিউলীর বাড়ি মাদারীপুর জেলার শিবচড় উপজেলার বাংলাবাজার গ্রামে। তিনি স্বামী ইকবাল হোসেন ও দুই সন্তান নিয়ে খিলগাঁও বউবাজার এলাকায় থাকতেন।
শিউলীর ভাই আব্দুর রাজ্জাক জানান, ডিআইটি রোডের মিঞা গার্মেন্টের ২য় তলায় তুহিন নামের এক ব্যক্তির সঙ্গে শিউলীর একটি গার্মেন্ট ট্রেনিং সেন্টার আছে। তবে তাদের মেধ্যে বিরোধ চলছিল। শিউলী চারতলায় গার্মেন্টে যাওয়ার কথা না। তুহিন তাকে গার্মেন্টের অফিসে নিয়ে হত্যা করে ঝুঁলিয়ে রাখে।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, গার্মেন্টের চারতলার অফিস কক্ষ থেকে শিউলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় সে ফ্যানের সঙ্গে গলায় উড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। মরদেহ ময়নতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, তুহিন নামে এক ব্যক্তির সঙ্গে সে যৌথভাবে ব্যবসা করতো। তাদের দুজনের মধ্যে পরকিয়া সম্পর্ক ছিল। শিউলীর সঙ্গে স্বামীর ভালো সম্পর্ক ছিল না। মৃত্যুর ঘটনায় শিউলীর পরিবার থেকে একটা অভিযোগ পেয়েছি। আত্মহত্যার প্ররোচনার মামলার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এসএসআর/এসআর