Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমেও চড়া সবজির বাজার, ক্রেতাদের পাশে স্বপ্ন

সারাবাংলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪ ২২:২৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২২:২৪

স্বপ্ন সুপারশপ। ফাইল ছবি

ঢাকা: শীত মানেই শাক-সবজির সমারোহ। হরেক জাতের তাজা শাক, সঙ্গে আছে নানান সবজি। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক সবজিই রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। যদিও সম্প্রতি ন্যায্য দামের সবজি নিয়ে ক্রেতাদের পাশে দাঁড়িয়েছে সুপারশপ ‘স্বপ্ন’।

সচরাচর সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে সবজির দামও কমে। প্রতিবছর এই অংকটা আগের বছরের চেয়ে কিছু বেশিই পরিলক্ষিত হয়। এমনকি তা ক্রেতাদের নাগালের মধ্যে থাকাটাই সকলের প্রত্যাশা। কিন্তু এবার সেটা দেখা যাচ্ছে না। মৌসুমেও এবার সবজির দাম চড়া।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মিরপুর ১ এবং ১১ নম্বরের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু, বরবটি, বিচিওয়ালা শিম, করলা ও কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া, টমেটো ১২০ টাকায়; শসা, গাজর, বেগুন গোল, ঢেঁড়শ কেজিপ্রতি ৮০ টাকা এবং ফুলকপি, বাঁধাকপি আকার ভেদে ৩০ টাকা থেকে ৫০টাকা বিক্রি হচ্ছে। লাল শাক, মুলা শাক, পালং শাক মুঠোপ্রতি ২০ টাকা। তবে ৩ মুঠো ৫০ টাকায় বিক্রি হতেও দেখা গেছে।

এদিকে, সুপারশপে সবসময় সুলভ মূল্যে সবজি পাওয়া না গেলেও ‘স্বপ্ন’ এই সপ্তাহে মিরপুর এলাকার ক্রেতাদের জন্য দিয়েছে ‘স্পেশাল ছাড়’। এছাড়াও নানা কম্বো-অফার ক্রেতাদের কাঁচাবাজারের বাইরে সুপারশপে আগ্রহী করে তুলেছে।

খুচরা বিক্রেতাদের দাবি, নতুন সবজি সবেমাত্র বাজারে আশা শুরু করেছে। আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই সবজির দাম কমবে। গতবছরের হিসাবে এবারের মূল্য কিছুটা কম হবে কি না এ বিষয়ে বিক্রেতারা কোনো মন্তব্য জানায়নি। তবে এমনটা হওয়া উচিত না যে, কৃষকরা পরিবহণ খরচ দিয়ে মুনাফা ঘরে নিতে না পারার আশঙ্কায় সবজি ক্ষেতেই নষ্ট করে ফেলছে। যা বিগত দিনে আমরা দেখেছি। তবে, এখনও সেরকম কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে, ‘স্বপ্ন’ সুপারশপ দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে কাঁচাবাজারের সঙ্গে মূল্যের সামঞ্জস্য রেখে ডিসকাউন্ট বা অফার দিয়ে ক্রেতাদের পাশে রয়েছে। আর এ কারণে মৌসুমের এই চড়া বাজারেও কিছুটা স্বস্তি বোধ করছেন ক্রেতারা।

সারাবাংলা/পিটিএম

সবজি সুপারশপ স্বপ্ন

বিজ্ঞাপন

রাজশাহীতে বইমেলার উদ্বোধন
১৮ ডিসেম্বর ২০২৪ ২২:১৯

আরো

সম্পর্কিত খবর