শিরোপা জিতেই বছর শেষ রিয়ালের
১৯ ডিসেম্বর ২০২৪ ০৯:১৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৯:২৬
তাদের শোকেসে শোভা পাচ্ছে অসংখ্য শিরোপা। রিয়াল মাদ্রিদের সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। ভিনিসিয়াস, এমবাপে ও রদ্রিগোর গোলে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মেক্সিকোর পাচুকা এফসিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেই বছর শেষ করল রিয়াল।
নতুন আঙ্গিকে সাজানো ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল এবার অনুষ্ঠিত হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়ামে। ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে ছয় মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে নতুন ফরম্যাটে হয়েছে এবারের টুর্নামেন্ট। এই আসরে সরাসরি ফাইনালে খেলেছে রিয়াল।
আক্রমণ পালটা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ফাইনাল। ৩৭ মিনিটে ডেডলক ভাঙ্গেন কিলিয়ান এমবাপে। ভিনিসিয়াসের বাড়ানো বলে দলকে এগিয়ে দেন এমবাপে। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এই গোলে অ্যাসিস্ট ছিল এমবাপের। ৮৪ মিনিটে বক্সের ভেতর লুকাস ভাসকেজকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জেতা ভিনিসিয়াস।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই শিরোপা নিশ্চিত করে রিয়াল। এই বছরে এটি রিয়ালের ৫ম শিরোপা। এর আগে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, ইউয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল রিয়াল।
সারাবাংলা/এফএম