Thursday 19 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার সাবেক এমপি রাগিবুল গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১১:২১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৬

সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু

ঢাকা: বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

মুনীম ফেরদৌস বলেন, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় আত্মগোপনে ছিলেন বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে বুধবার রাতে (১৮ ডিসেম্বর) র‌্যাব ১৪ এর একটি দল গ্রেফতার করেছে।

তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ওই আসন ছেড়ে দেওয়া হলে রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

গত ৫ আগস্ট অসহযোগ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে রিপু সংসদ সদস্য পদ হারান।

সারাবাংলা/ইউজে/এমপি

গ্রেফতার রাগিবুল হাসান রিপু সাবেক সংসদ সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর