Thursday 19 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাচার টাকা ফেরত আনতে কানাডার সহায়তা চায় বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫

বাংলাদেশ ও কানাডার পতাকা

ঢাকা: বাংলাদেশি নাগরিকদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশটির ঢাকায় নিযুক্ত হাইকমিশনার অজিত সিংকে অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। একইসঙ্গে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে কানাডা সরকারের সহায়তা চান তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া বৈঠকে এই অনুরোধ করেন পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বৈঠকে পররাষ্ট্র সচিব হাইকমিশনারকে বিভিন্ন সংস্কার উদ্যোগের বিষয়ে বাংলাদেশ সরকার যে ব্যবস্থা নিয়েছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেন।

হাইকমিশনার সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তারা আর্থিক খাত এবং রাজস্ব সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ, আইন প্রয়োগকারী সংস্কার এবং রোহিঙ্গা সংকটের বিষয়ে মানবিক প্রতিক্রিয়ার ওপর বিস্তৃত আলোচনা করেন।

পররাষ্ট্র সচিব দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধে বর্তমান প্রশাসনের দৃঢ় নিষ্ঠার কথা তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে কানাডা সরকারকে সহায়তার অনুরোধ জানান। এছাড়া, তিনি আশ্রিত রোহিঙ্গাদের কারণে সৃষ্ট সমস্যার কথা তুলে ধর তাদের প্রত্যাবাসনেও তাদের সহায়তা চান।

পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দু’দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

কানাডা পাচার টাকা ফেরত বাংলাদেশ সহযোগিতা

বিজ্ঞাপন

অ্যাটলির ছবিতে সালমান
১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫

পুলিশের কাছে ডাকাতদের ২ আবদার
১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৭

আরো

সম্পর্কিত খবর