নির্বাচনের পুলসিরাত পার হতে হলে জনগণকে সঙ্গে রাখতে হবে: তারেক রহমান
১৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩৫ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ২১:৫৬
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক জিয়া
ঢাকা: নির্বাচনের পুলসিরাত পার হতে হলে জনগণকে সঙ্গে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি।
তারেক রহমান বলেন, ‘‘নির্বাচনের পুলসিরাত পার হতে হলে জনগণের পেছনে আমাদের থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে এবং জনগণকে সঙ্গে রাখতে হবে।’’
তিনি বলেন, ‘‘আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গায়েবি মামলার শিকার হয়েছেন, অত্যাচার নির্যাতনের কারণে দিনের পর দিন জঙ্গলে থেকেছেন, ধানক্ষেতে থেকেছেন। আপনারা কঠিন পরীক্ষা দিয়ে এসেছেন। কিন্তু, পরীক্ষা এখনও শেষ হয়ে যায়নি। সামনে পরীক্ষা আরও আছে।’’
তারেক রহমান বলেন, ‘‘আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্টু লোকদের দুষ্টমি কিন্তু থেমে নেই। সেটি আমাদের দলের বাইরেই হোক বা দলের ভেতরেই হোক। সেটি আমাদের দেশে হোক বা দেশের বাইরে হোক। কারণ, দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোভের দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদেশের মধ্যে যদি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্টেটিভ করে না; এমন সরকারকে যদি ক্ষমতা রাখা যায় তাহলে এদেশ থেকে অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারবে।’’
তিনি বলেন, ‘‘যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে— এরকম কেউ যদি ক্ষমতায় থাকে তাহলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। যারা শকুনের দৃষ্টিতে এদেশের অর্থ-সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে তাকিয়ে রয়েছে, তখন তারা দশবার চিন্তা করবে।’’
তারেক রহমান বলেন, ‘‘৫ আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারকে সরিয়ে দেওয়া। বাংলাদেশের মানুষের সমর্থনে দলবল নির্বিশেষে আমরা সক্ষম হয়েছি বিদায় করে দিতে। দেশের মানুষ স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সার্বভৌমত্ব রক্ষার। একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। এই সংগ্রামের নেতৃত্ব দিতে পারবেন শুধু আপনারাই।’’
সারাবাংলা/এজেড/আরএস