ইজতেমা ময়দানের হত্যা মামলায় সাদপন্থি নেতা গ্রেফতার
২০ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮
গাজীপুর: টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনার মামলায় তাবলীগ জামাতের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত একটায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত কয়েকশ জনকে।
মামলায় আসামিরা হলেন, রাজধানীর ধানমন্ডি থানার আবাসিক এলাকার মৃত রিফকুল ইসলামের ছেলে সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া গ্রামের মনসুর রহমানের ছেলে আব্দুল্লাহ মনসুর, রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে ওসামা ইসলাম আনু, একই এলাকার ড. কাজী এরতেজা হাসান, রাজধানীর উত্তরা এলাকার নূর মোহাম্মদের ছেলে মোয়াজ বিন নূর, সাভার থানা এলাকার জিয়া বিন কাশেম, ঢাকা জেলার তুরাগ থানা এলাকার আজিমুদ্দিন, ঢাকা জেলার সাভার থানার সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, রাজধানীর মুগদা থানা এলাকার শফিউল্লাহ, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকার মৃত মাওলানা মোজাম্মেলুল হকের ছেলে আনাস, রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার আব্দুল্লাহ শাকিল, রাজধানীর রমনা থানার কাকরাইল এলাকার রেজা আরিফ, উত্তরা পশ্চিম থানার (সেক্টর-৯) আব্দুল হান্নান, একই থানার (সেক্টর-১১) রেজাউল করিম তরফদার, ঢাকা জেলার তুরাগ থানার (বেলাল মসজিদ) এলাকার মুনির বিন ইউসুফ, ঢাকার সায়েম, হাজী বশির সিকদার, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মনির হোসেন, রাজধানীর মিরপুর থানা এলাকার প্রকৌশলী মুহিবুল্লাহ, রাজধানীর পল্লবী থানা এলাকার আজিজুল হকের ছেলে আতাউর রহমান, রাজধানীর এলিফ্যান্ট এলাকার তানভীর, ঢাকা জেলার তুরাগ থানার ভাটুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে বাবুল হোসেন, একই থানা এলাকার প্রকৌশলী আবুল বশর, প্রকৌশলী রেজনুর রহমান, রাজধানীর উত্তরা থানার (সেক্টর ১০) মৃত ফজলুল হক সিকদারের ছেলে নাসির উদ্দিন সিকদার, ড. আব্দুস সালাম, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওয়াসি উদ্দিন, রাজধানীর মিরপুর থানা এলাকার মিজান, ঢাকা জেলার তুরাগ থানার (বেলাল মসজিদ) এলাকার শাহাদাতসহ কয়েকশ জনকে আসামি করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দর হাবিবুর রহমান বলেন, ‘মামলার ঘটনায় ইতোমধ্যে একজনকে আমরা গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
সারাবাংলা/এনজে