উত্তরায় রেস্তোরাঁয় আগুন, কাজ করছে ৯ ইউনিট
২০ ডিসেম্বর ২০২৪ ১১:৫১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮
ঢাকা: রাজধানীর উত্তরায় ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে লাভলীন রেস্টেুরেন্টে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় কন্ট্রোল রুম। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে যায় সকাল ১০টা ৪৪ মিনিটে।

দুই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি লাভলীন রেস্টুরেন্টের আগুন। ছবি: সংগৃহীত
কন্ট্রোল রুমের তথ্য, ফায়ার সার্ভিসের উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একে একে ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
লাভলীন রেস্টুরেন্টটি যে ভবনে অবস্থিত, সেটি পাঁচ তলা একটি ভবন। এর নিচতলায় লাভলীন রেস্টুরেন্ট ছাড়াও রয়েছে লাভলীন পেস্ট্রি অ্যান্ড ক্যান্ডি। ওপরের তলাগুলোতে রয়েছে স্বপ্ন বিউটি কেয়ার নামের একটি রূপচর্চা ও রূপসজ্জাকেন্দ্র, পিন্যাকল ডেন্টাল সল্যুশন অ্যান্ড ফিজিওথেরাপি নামে দাঁত ও ফিজিওথেরাপি চিকিৎসাকেন্দ্র এবং জান্নাত লেডিস জিম নামে মেয়েদের জন্য বিশেষায়িত একটি শরীরচর্চাকেন্দ্র। রেস্টুরেন্টে আগুন লাগার পর তা অন্য কোথাও ছড়িয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সারাবাংলা/ইউজে/এমপি/টিআর