ভারত-পাকিস্তান সীমান্তে স্টেডিয়াম তৈরির প্রস্তাব শেহজাদের
২১ ডিসেম্বর ২০২৪ ১১:০৮
দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব বড় প্রভাব ফেলেছে ক্রিকেটে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি ভারত। ভারতের আপত্তিতে এশিয়া কাপের পর এবার চ্যাম্পিয়নস ট্রফিও আয়োজন করা হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের এমন আচরণের প্রতিবাদে সাবেক পাকিস্তান ব্যাটার আহমেদ শেহজাদ বলছেন, ভারত-পাকিস্তানের উচিত নিজেদের সীমান্তে স্টেডিয়াম তৈরি করে সেখানেই খেলতে নামা।
২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পর থেকেই বেঁকে বসেছে ভারত। তারা সাফ জানিয়ে দিয়েছিল, কিছুতেই পাকিস্তানে খেলতে যাবেন না। আইসিসির বেশ কয়েক দফা বৈঠকের পরেও আসছিল না সমাধান, পাকিস্তানও রাজি ছিল না আয়োজক দেশের দায়িত্ব ছাড়তে।
শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয় হয়েছে ভারতেরই। পাকিস্তানকে বাধ্য হয়েই রাজি হতে হয়েছে আইসিসির দেওয়া হাইব্রিড টুর্নামেন্টের প্রস্তাবে। নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরেই খেলবে ভারত। পাকিস্তানও আগামী ৫ বছর ভারতের মাটিতে হওয়া আইসিসি টুর্নামেন্টের ম্যাচ খেলবে ভারতের বাইরে।
দুই দেশের এমন দ্বন্দ্বে দিনশেষে ক্ষতি হচ্ছে ক্রিকেটেরই, এমনটাই বলছেন সাবেকরা। এক আলোচনায় শেহজাদ বলছেন, দুই দেশের উচিত সীমান্তে স্টেডিয়াম তৈরি করা, ‘সীমান্তে একটা স্টেডিয়াম তৈরি করুন আপনারা। একটা গেট ভারতের দিকে খুলবে, আরেকটা গেট পাকিস্তানের দিকে। দুই দেশের ক্রিকেটাররা নিজ দেশের গেট দিয়ে ঢুকবে! এছাড়া আর কোনো সমাধান দেখছি না।’
ভারতকে খোঁচা দিয়ে শেহজাদ বলছেন, সীমান্তের স্টেডিয়ামে খেলা হলেও আপত্তি থাকবে ভারতের, ‘আমার মনে হয় এরকম স্টেডিয়ামে খেলা হলেও বিসিসিআই ও ভারত সমস্যা করবে। তারা বলতে পারে, পাকিস্তান যখন মাঠের আমাদের প্রান্তে আসবে, তাদের আমরা ভিসা দেব না!’
সারাবাংলা/এফএম