Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৫

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের আশেকপুর বাইপাস এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি চালক জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশা করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার চেষ্ট করে। এক পর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমরেমুচরে যায়। স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার চালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে প্রদীপ পাল ঢাকা পৌছানোর আগেই এ্যামবুলেন্সে মারা যান।

এলেঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক সৈকত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌছে সিএনজিটি উদ্ধার করি। নিহত দুই জনের মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়।

সারাবাংলা/ইআ

টাঙ্গাইল বাসচাপায় নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর