Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৬:১০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৪১

বাগেরহাটে কাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

বাগেরহাট: পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় বাগেরহাটে শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শনিবার (২১ ডিসেম্বর) সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজ ও জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া সাধারণ মানুষ।

বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনা কমে যাওয়ায় অনেক ক্ষুদ্র ব্যবসায়ীও বিপাকে পড়েছেন। এ কারণে বন্ধ রয়েছে অনেক দোকানপাট।

বিজ্ঞাপন

রিকশাচালক শহিদ বলেন, ‘সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভিজে ভিজে রিকশা চালাচ্ছি, যাত্রীও কম। দিনে যা আয় করি, আজ তার অর্ধেকও হবে না।’

ঘাটের কুলি সোহরাফ হোসেন বলেন, ‘বৃষ্টিতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে।’

কৃষক সুব্রত বলেন, ‘ধান শুকানোর সময় চলছে। এখন ধান ভেজা থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা বাড়বে।’

মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানিয়েছেন, ভোররাত থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাটে ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এ সময় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যহত থাকবে আরও কয়েকদিন।’

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর