Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের সঙ্গে এগিয়েও ঐকমত্য বলছে না দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪ ১৭:০০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:০২

ছবি: সংগৃহীত

ভারত ও চীনের বিশেষ প্রতিনিধি পর্যায়ের সাম্প্রতিক বৈঠকের পরে সমঝোতা নিয়ে ধোঁয়াশা। চীনের বিবৃতিতে বলা হয়েছে, ছয়টি বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছেছে নয়াদিল্লি এবং বেইজিং। তবে ভারতের বিবৃতিতে তার উল্লেখ নেই।

ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শু ফেহং বলেন, ‘কৈলাস মানস সরোবরে তীর্থযাত্রা ফের শুরু করা, আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে সহযোগিতা, নাথু লা-তে বাণিজ্য শুরু করার মতো মোট ছ’টি বিষয় নিয়ে ঐকমত্য হয়েছে নয়াদিল্লি এবং বেইজিংয়ের।’

বিজ্ঞাপন

তবে এ নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যমকে জানিয়েছেন, বৈঠকে যে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর বিষয়ে ইতোমধ্যেই বিবৃতিতে জানানো হয়েছে। ভারত কেবল মাত্র সেই বিবৃতিটি নিয়েই কথা বলতে পারে। চীন কী বলল, সেটা তাদের ব্যাপার।

অন্য দিকে, নাম গোপন রাখার শর্তে বিষয়টির সঙ্গে অবহিত একজন আনন্দবাজারকে জানিয়েছেন, ওই ছ’টি বিষয় নিয়েই আলোচনা হয়েছে ঠিকই। কিন্তু সেটা নিয়ে যে এখনই ঐকমত্যে পৌঁছনো গিয়েছে, এমন দাবি করার মতো জায়গায় এখনও পৌঁছয়নি আলোচনা।

তবে জয়সওয়াল জানিয়েছেন, সাম্প্রতিক বৈঠকে ওঠে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হবে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার মতো যে আন্তঃসীমান্ত বিষয়গুলো নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র বৈঠকে আলোচনা হয়েছে, সেগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর