Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান
শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৮:১৮

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ। ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। প্রকাশিত প্রথম ধাপের খসড়া তালিকায় ৮৫৮ জন শহিদ এবং ১১ হাজার ৫৫১ জন আহতদের নাম রয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকার গঠিত গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহিদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদফতর, ৬৪টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই অংশ হিসেবে শহিদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইট (https://musc.portal.gov.bd) এ প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ। ছবি: সারাবাংলা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকাশিত খসড়া তালিকা দু’টিতে শহিদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই/সংশোধন/চূড়ান্ত করতে শহিদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিগণকে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো।

এই প্রকাশিত তালিকার বিষয়ে কারও কোনো মতামত/পরামর্শ থাকলে অথবা সংযোজন/বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে তা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এর ইমেইল ([email protected]) এ জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

আহত খসড়া তালিকা গণ অভ্যুত্থান ছাত্র-জনতা শহিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর