Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বৈরাচারের দোসরদের নিয়ে নতুন রাজনৈতিক দল করার চেষ্টা চলছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৮:২৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২১:৩৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন

দিনাজপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পতিত স্বৈরাচারের দোসরদের নিয়ে নতুন রাজনৈতিক দল করার চেষ্টা করছে কেউ কেউ। প্রশাসনের পৃষ্ঠপোষকতায় নতুন কোনো দল গঠন করলে তা পরগাছার সামিল। এতে দেশের মানুষ আপনাদের ভুল বুঝবে। আপনারা বরং নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে আসেন।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় দিনাজপুরের হিলিতে পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। এ সময় সীমান্তবর্তী উপজেলার ৩ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আপনারা লক্ষ করেছেন অতীতেও বিভিন্ন সময়ে কিংস পার্টি হয়েছে, এখনো আমরা দেখছি সরকারের কিছু কিছু অংশের পৃষ্ঠপোষকতায় কেউ কেউ নতুন দল করার চেষ্টা করছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু সরকারকে যদি সহযোগিতা করতে হয়, তাহলে সকল রাজনৈতিক দলের অধিকার আছে সহযোগিতা পাওয়ার।’

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক উচ্চাভিলাস থেকে কিংস পার্টি করার চেষ্টা করে অতীতেও কেউ সফল হয়নি এখনো হবে না।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মন্ডল,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ রেজা আহমেদ বিপুল, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওহেদুর রহমান রিপন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ জুয়েল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর