Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১২:০৭

নতুন পররাষ্ট্রমন্ত্রী জেনারেল কমান্ড আসাদ হাসান আল-শিবানি

আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন জেনারেল কমান্ড আসাদ হাসান আল-শিবানিকে নিয়োগ দিয়েছে সিরিয়ার নতুন প্রশাসন।

শনিবার (২১ ডিসেম্বর) সিরিয়ার সরকারী বার্তা সংস্থা সানা বিষয়টি নিশ্চিত করে। দেশটির শান্তি ও স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, রয়টার্স জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মুরহাফ আবু কাসরাকে মনোনীত করা হয়েছে। আবু কাসরা, বিদ্রোহী দলগুলোর নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) একজন শীর্ষনেতা।

আল-শিবানী ও আল কাসরা  এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-জোলানি আহমেদ আল-শারার ঘনিষ্ট। বলা যায়, এইচটিএস তার নিজস্ব লোক দিয়ে সিরিয়ার সরকার গঠন করছে।

সিরিয়ার এই অন্তর্বর্তী সরকারের নবগঠিত ১৪ জনের নতুন মন্ত্রিসভার সবাই এইচটিএস নেতা জোলানির অনুগত। যিনি বর্তমানে আহমেদ আল-শারা নামে পরিচিত।

সিরিয়ার বর্তমান শাসক আহমেদ আল-শারা দেশটির শাসনভার গ্রহণের পর থেকেই বিদেশি প্রতিনিধি দলগুলোর সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। সম্প্রতি তিনি জাতিসংঘে সিরিয়া বিষয়ক দূত এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের স্বাগত জানান।

আন্তর্জাতিক দূতদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়ে শারা বলেন, তার মূল লক্ষ্য হচ্ছে পুনর্নিমাণ ও অর্থনৈতিক উন্নয়ন লাভ। নতুন করে কোন সংঘাতে জড়াতে চান না বলেও জানান তিনি।

শারার এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, অন্যান্য পশ্চিমা শক্তি এবং সিরিয়ার নাগরিকরা আশা প্রকাশ করেছেন। যদিও এটা এখনো স্পষ্ট নয় যে ইসলামপন্থি এই গোষ্ঠী কট্টর ইসলামি শাসন ব্যবস্থা আরোপ করবে নাকি গণতন্ত্রের পথে যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর