Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়

সারাবাংলা ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪ ১৩:২৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৩:২৯

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার (২২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

আজ রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, দেশের উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজকে ঢাকায় সূর্যাস্ত ৫টা ১৮ মিনিটে। আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।

এদিকে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অবস্থায় নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সন্ধ্যা ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে সাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

আবহাওয়া জলবায়ু

বিজ্ঞাপন

ভানুয়াতুতে আবার ভূমিকম্প
২২ ডিসেম্বর ২০২৪ ১২:৩৬

আরো

সম্পর্কিত খবর