চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। পুলিশ এখনো যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
রোববার (২২ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে নগরীর বন্দর থানার নেভাল বার্থের পেছনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ সারাবাংলাকে জানান, যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে নীল জিন্সের প্যান্টের সঙ্গে টিশার্ট, এর ওপর কালো কটি আছে।
লাশটি পচে যাওয়ায় ঘটনাস্থলের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি একরাম বলেন, ‘মৃত যুবকের পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। লাশ একেবারে পচে যাওয়ায় মৃত্যুর কারণও বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।’