সিপিবির সমাবেশ: প্রশাসনসহ দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা
২২ ডিসেম্বর ২০২৪ ২১:৫৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২২:০১
ঢাকা: আগামী ৩ জানুয়ারি শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে–এর ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশ সফল করেত প্রশাসনসহ দেশবাসীর কাছে সবধরনের সহযোগিতা প্রত্যাশা করেছে দলের নেতারা।
রোববার (২২ ডিসেম্বর) সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই প্রত্যাশা করেন।
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসা, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসন, আইন শৃঙ্খলার উন্নয়ন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, লুটপাট-সাম্প্রদায়িকতা-আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানো ও প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ নানা দাবিতে সিপিবি ঢাকা সমাবেশ করবে।
ওই দিন বেলা ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা অন্তর্বর্তীকালীন সরকার, বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। সমাবেশ শেষে লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।
সারাবাংলা/এএইচএইচ/এসআর