Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৬

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে আহম্মেদ হোসেন (৪৫) নামে একজনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন।

রোববার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে রামদিয়া গ্রামের মাঝেরপাড়া পুরাতন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রামদিয়া গ্রামে দীর্ঘদিন ধরে আনসার আলী গং এবং গোলাম সরোয়ার মিঠু গংয়ের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধ শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের রূপ নিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার দিকে মাঝেরপাড়া পুরাতন মসজিদের সামনে দু’পক্ষের প্রকাশ্য বাকবিতণ্ডায় শুরু হয়। এক পর্যায়ে একপক্ষ আরেকপক্ষের উপর চড়াও হয়ে ধারাল অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রামদিয়া গ্রামের আহম্মেদ হোসেনকে আনসার আলীর লোকজন মাথায় ধারাল দা দিয়ে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তারা আরও জানান, রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় লোকজন আহম্মেদ হোসেনকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থার আরও অবনতি হয়। তখন তাকে নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দিলে পথে তার মৃত্যু হয়। নিহত আহম্মেদ হোসেন মিঠু গংয়ের সমর্থক।

আলমডাঙ্গা থানার অফিসার (ওসি) ইনচার্জ মাসুদুর রহমান জানান, ঘটনার পর পরই আমরা অপরাধী ধরতে অভিযান শুরু করেছি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

কুপিয়ে হত্যা জমি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর