চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দুবাইতে খেলবে ভারত
২৩ ডিসেম্বর ২০২৪ ০৯:৫১ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১১:৫৩
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে গত এক মাস ধরেই চলছিল নানা আলোচনা। শেষ পর্যন্ত অবসান ঘটেছে সব নাটকের। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান। নিজেদের ম্যাচ কোথায় খেলবে ভারত, সেটা নিয়েও ছিল ধোঁয়াশা। অবশেষে পিসিবি জানিয়েছে, দুবাইতেই নিজেদের ম্যাচগুলো খেলবে ভারত। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পর থেকেই আপত্তি জানিয়ে আসছিল ভারত। আইসিসির মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছেন না তারা। অনেক আলোচনার পর অবশেষে হাইব্রিড মডেলেই রাজি হতে বাধ্য হয়েছে পাকিস্তান। পালটা শর্ত হিসেবে তারাও আগামী ৫ বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত আইসিসি টুর্নামেন্টের ম্যাচ খেলবে না।
পাকিস্তানে না খেললেও কোন দেশে নিজেদের ম্যাচ খেলবে ভারত, সেটা নিয়ে গত মিটিংতে নিশ্চিত করেনি আইসিসি। পিসিবি এবার ঘোষণা দিয়েছে, দুবাইতেই হবে ভারতের গ্রুপ পর্বের সব ম্যাচ। পিসিবির মুখপাত্র আমির মীর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে রোহিত শর্মার দল। তিনটি ম্যাচই হবে দুবাইতে।
করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে লড়বে পাকিস্তান। অন্য গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে।
৪ মার্চের সেমিতে নেই কোনো রিজার্ভ ডে। ৫ মার্চের দ্বিতীয় সেমিতে রিজার্ভ ডে রাখে হয়েছে। ৯ মার্চের ফাইনালেও আছে রিজার্ভ ডে। ভারত যদি সেমিতে ওঠে, তাহলে ম্যাচ হবে আরব আমিরাতে। নাহলে সেমি আয়োজন করবে পাকিস্তান। ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে লাহোর। তবে ভারত ফাইনালে উঠলে ম্যাচ হবে আরব আমিরাতে।
সারাবাংলা/এফএম