Monday 23 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঙ্গোতে ফেরি ডুবে ৩৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ১০:১০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১২:০৫

কঙ্গোতে ফেরি ডুবে ৩৮ জনের মৃত্যু

কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি ফেরি নদীতে ডুবে ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক। যাত্রীদের সবাই বড়দিন উপলক্ষে বাড়ি ফিরছিলেন।

গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে নৌকাডুবির ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়। ওই ঘটনার চারদিনেরও কম সময়ের মধ্যে এবার ফেরি ডুবে ৩৮ জনের প্রাণ গেল।

শনিবার ২১ (ডিসেম্বর) রাতে বুসিরা নদীতে এই ফেরিডুবির ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করেছে।

ঘটনাস্থলের কাছে নদী তীরবর্তী শেষ শহর ইনজেন্দের। শহরের মেয়র জোসেফ কঙ্গোলিঙ্গোলি  জানিয়েছেন, ফেরির যাত্রীদের বেশিরভাগই ব্যবসায়ী ছিলেন। বড়দিন উপলক্ষে তারা বাড়ি ফিরছিলেন।

ইনজেন্দের বাসিন্দা এনডোলা কাদ্দির জানিয়েছেন, ফেরিটিতে  ৪শ’র বেশি যাত্রী ছিলেন। তবে এই ঘটনা সম্পর্কে কেন্দ্রিয় সরকারের কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেননি। উদ্ধার অভিযান সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, কঙ্গোর কর্মকর্তারা প্রায়ই নৌকা বা ফেরিতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করার জন্য সতর্ক করে থাকেন। এই ব্যপারে আইন অমান্য কারীদের বিরুদ্ধে  কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। তবে প্রত্যন্ত অঞ্চলে সড়কে গণপরিবহন চালানোর সামর্থ্য নেই অনেকের।

এর আগে গত অক্টোবরে দেশটির পূর্বাঞ্চলীয় কিভু হ্রদে কয়েকশ ’যাত্রীবাহী একটি নৌকাডুবে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়।

সারাবাংলা/এসডব্লিউ

কঙ্গো ফেরিডুবিতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর