Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে কারখানায় আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১০:৩৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৭

ফাইল ছবি

গাজীপুর: জেলার শ্রীপুরে বোতাম তৈরি কারখানার আগুনে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কারখানা থেকে আরও একজনের লাশ উদ্ধারের তথ্য জানানো হয়। তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় আগুনের ঘটনা ঘটে।

নিহত মজলুম মিয়া লালমনিরহাট জেলায় বাবলু মিয়ার ছেলে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও বাকি দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুনের ঘটনা ঘটে। মুহুর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতংকিত হয়ে ছুটাছুটি শুরু করে। কারখানার আশপাশের বসত বাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদে নিয়ে আসতে থাকে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘দুপুর ১টার দিকে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার ম্যাসেজ দেওয়া হয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল তাই গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সব মিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রাম গুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে প্রচুর বিস্ফোরণ হয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

কারখানায় আগুন গাজীপুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর