প্রোটিয়াদের ৩২ বছরের দম্ভ চূর্ণ করে ইতিহাস পাকিস্তানের
২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৪১
ঘরের মাঠে নিজেদের ৩২ বছরের ওয়ানডে ইতিহাসে কখনোই যা হয়নি, পাকিস্তানের বদৌলতে সেই হোয়াইটওয়াশের তেঁতো স্বাদই পেল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ৩৬ রানে প্রোটিয়াদের হারিয়ে প্রথমবারের মতো প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল পাকিস্তান।
মঞ্চটা তৈরিই ছিল টানা দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করা পাকিস্তানের জন্য। অপেক্ষা ছিল কেবল একটা জয়ের। ৪৭ ওভারে নেমে আসা নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচে সাইম আইয়ুবের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০৯ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। নিশ্চিত হয় মোহাম্মদ রিজওয়ানদের ৩-০ ব্যবধানের সিরিজ জয়।
রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানি পেসারদের তোপে ১২৩ রানেই শীর্ষ পাঁচ ব্যাটার ফেরেন ড্রেসিংরুমে। তবে ৪৩ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচ জমিয়ে তোলেন হাইনরিখ ক্লাসেন। শাহীন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার আগে ১২টি চারের সাথে মারেন ২টি ছক্কাও। শেষদিকে করবিন বশ্চের ৪৪ বলে ৪০ রানের ইনিংস কমিয়েছে হারের ব্যবধান। চার উইকেট নেন চায়নাম্যান সুফিয়ান মুকিম।
টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন আবদুল্লাহ শফিক। এরপর দ্বিতীয় উইকেটে ১১৪ রানের জুটি গড়েন সাইম আইয়ুব আর বাবর আজম। বাবর ৫৩ রাবনে ফিরলেও অন্য প্রান্তে অটল ছিলেন সাইম। তৃতীয় উইকেটে রিজওয়ানের সাথেও গড়েন ৯৩ রানের জুটি। এই জুটির পথেই করেন সেঞ্চুরি। নিজের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিটা এই বাঁহাতি সাজান ১৩ চার আর দুই ছক্কায়। এ ছাড়া রিজওয়ান ৫৩, সালমান আঘা খেলেন ৪৮ রানের ইনিংসে তিন শ ছাড়ানো সংগ্রহ পায় পাকিস্তান। তিন উইকেট নেন কাগিসো রাবাদা।
সারাবাংলা/জেটি