Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়দিনে ঢাকায় আতশবাজি-ফানুস উড়ানো নিষিদ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১২:২১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:১০

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা: খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে রাজধানীতে সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে। বড় দিনের অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।

পবিত্র বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।

সারাবাংলা/ইউজে/ইআ

ডিএমপির নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর