পরিসংখ্যান ক্যাডারের ১ ঘণ্টার কলম বিরতি
২৪ ডিসেম্বর ২০২৪ ১২:৩১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫১
ঢাকা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এক ঘণ্টার কলম বিরতি পালন করেছে বিসিএস পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন চত্বরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের (২৫টি ক্যাডার) যৌথভাবে এ কর্মসূচি পালন করছে।
তাদের প্রধান দাবিগুলো হলো-
ক. পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন
খ. উপসচিব পদে মেধার ভিত্তিতে পদোন্নতি
গ. বিদ্যমান কোটার অবসান এবং
ঘ. সব ক্যাডারে সমতা বিধান করা।
পরিসংখ্যান ব্যুরোর কলম বিরতিতে বক্তব্য রাখেন বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য আব্দুল কাদের।
এ সময় বক্তারা বলেন, ‘প্রশাসন ক্যাডার নিজেদের ইংরেজদের রক্তে গড়া মানুষ মনে করে। তারা সব মন্ত্রণালয় নিজেদের দখলে রেখেছে। বিশেষ করে পরিসংখ্যান ক্যাডার কর্মকর্তাদের চতুর্থ গ্রেডের ওপরে ওঠার সুযোগ নেই। বাকি সব পদ প্রশাসন ক্যাডার দখল করেছে। আমরা এ বৈষ্যমের নিরসন চাই। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৪ জানুয়ারি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে।’
সারাবাংলা/জেজে/এমপি