Tuesday 24 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ প্রকল্পে শেখ হাসিনার দুর্নীতি: তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুদকের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৫

ঢাকা : ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারঅনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের নামে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আশ্রায়ণ প্রকল্পবাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজাও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজানামে দুর্নীতি করে এসব অর্থ আত্নসাত করার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বরআট প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুদক।

বিজ্ঞাপন

দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়েছেমিরসরাই অর্থনৈতিক অঞ্চলখুরুশকুল বিশেষ আশ্রায়ণ প্রকল্পমিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলবঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপনমিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পে অনিয়মদুর্নীতি হয়েছে। এবার এসব প্রকল্পের নথি তালাশ করছে দুদক। এ সব প্রকল্পের প্রস্তাব/প্রাক্কলন অনুমোদিত প্রস্তাব/প্রাক্কলনবাজেট অনুমোদনবরাদ্দঅর্থ ছাড়করণব্যয় অর্থের পরিমাণ ও এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র এবং এসব প্রকল্প নিয়ে কোনো তদন্ত হয়ে থাকলে প্রতিবেদন ও প্রকল্প সময়ের পৃথক সারসংক্ষেপের কপি চাওয়া হয়েছে।

এর আগে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০ কোটি ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়।

সারাবাংলা/জিএস/আরএস

দুদক শেখ হাসিনা

বিজ্ঞাপন

বছরের প্রথমদিনেই 'কবিতায় প্রেম'
২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৫১

ভাগ্য গণনা করছেন মোশাররফ করিম!
২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৪০

আরো

সম্পর্কিত খবর