Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারা দেশে নৌ যান শ্রমিকদের কর্মবিরতির আলটিমেটাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২০:৫৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:৫৭

বক্তারা কর্মবিরতির আলটিমেটাম দিয়েছেন

বাগেরহাট: চাঁদপুরের মাঝের চরে এম ভি আল-বারাকা জাহাজে ডাকাতি ও সাতজনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মোংলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা কর্মবিরতির আলটিমেটাম দিয়ে বলেন, খুনিদেরকে ২৬ ডিসেম্বরের মধ্যে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে ২৬ ডিসেম্বর মধ্যরাত থেকে সারা দেশে নৌ যান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, ভারত-বাংলাদেশ নৌ প্রটোকল শাখা ও লাইটারেজ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচি পালন করেন নৌ যান শ্রমিক-কর্মচারী ও নেতারা।

এ সময় বক্তারা বলেন, আশা করি সরকার আমাদের দাবি যথাসময়ের মধ্যে পূরণ করবেন। তা না হলে কর্মবিরতি শুরু হলে দেশের সকলেই ক্ষতি হবে।

এ সময় তারা আরও বলেন, নদীতে নৌ যান শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছেন। তারা কোস্ট গার্ড, নৌ পুলিশ ও পুলিশের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন’র মোংলা শাখা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী, সহসভাপতি মো. আলাউদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সারাবাংলা/এইচআই

এম ভি আল-বারাকা জাহাজ বাগেরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর