Wednesday 25 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৩২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১১:৪০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জে বুরো বাংলাদেশ কুষ্টিয়া অঞ্চলের সহযোগীতায় পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুরো বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মাহবুবুর রহমান শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এম.সাইফুল্লাহ, বুরো বাংলাদেশ খুলনা বিভাগীয় ব্যবস্থাপক আল-আমিন খান ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশাদুল হক।

চুয়াডাঙ্গা এলাকা ব্যবস্থাপক নূরুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা পৌরসভা, মোমিনপুর, জেহালা ও পদ্মবিলা ইউনিয়নের পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় এলাকা ব্যবস্থাপক কুষ্টিয়ার শফিউল আলম, ঝিনাইদহের জাহিদুল ইসলাম, কুষ্টিয়া মিরপুরের জালিশ আহাম্মেদ, আলমডাঙ্গার মোফাজ্জল হোসেন বাবু, মেহেরপুরের আব্দুল্লাহ এবং শাখা ব্যবস্থাপক চুয়াডাঙ্গার ফরিদুজ্জামান, ডাকবাংলার মাহাতাব আলমসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইআ

কম্বল বিতরণ চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর