Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৩

বাগেরহাটের চিতলমারী থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেফতার।

ঢাকা: চাঁদপুরের হাইমচরের মাঝিরচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে সাত জন খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৫ ডিসেম্বর) র‍্যাব-১১ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে আকাশ মন্ডল ওরফে ইরফানকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে ক্ষুদে বার্তায় উল্লেখ করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সাত খুনের ঘটনায় জাহাজ মালিকের পক্ষে মো. মাহবুব মোরশেদ বাদী হয়ে হাইমচর থানায় মামলা করেন। মাহবুব মোরশেদের বাড়ি ঢাকার দোহার এলাকায়।

মামলায় খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে সাতজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে সাতজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।

সারাবাংলা/এইচআর/ইআ

চাঁদপুর জাহাজে মরদেহ বাগেরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর