প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধি যৌক্তিক না হওয়ায় এনডিএফের ক্ষোভ
২৫ ডিসেম্বর ২০২৪ ১৫:২৯ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫
ঢাকা: পোস্ট গ্র্যাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের পারিতোষিক বাড়ানোর দাবির যৌক্তিক সমাধান না করে দায়সারাভাবে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পারিতোষিক ৩০ হাজার টাকা নির্ধারণ করায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উল্লেখ্য, পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের পারিতোষিক ৫০ হাজার টাকা নির্ধারণ বা নবম গ্রেড তথা মেডিকেল অফিসারদের সমমান করার প্রস্তাব বা দাবির বিষয়ে দেশের চিকিৎসক মহল, বিসিপিএস, বিএসএমএমইউ ও স্বাস্থ্য মন্ত্রণালয় সকলেই সম্পূর্ণ একমত পোষণ করেছিল বলে দাবি করেছে এনডিএফ।
এর বিপরীতে সরকারি প্রজ্ঞাপনে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিদের ভাতা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণের মাধ্যমে তাদের দাবির সঙ্গে এক ধরনের ‘হাস্যরস’ করা হয়েছে বলে মনে করছে সংগঠনটি।
সংগঠনের মতে, বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে এই যৎসামান্য ভাতা যথেষ্ট নয়। এটি চিকিৎসকদের জন্য অত্যন্ত বিব্রতকর। ন্যাশনাল ডক্টরস ফোরাম ভাতা বাড়ানোর ওই প্রজ্ঞাপণ প্রত্যাখ্যান করছে।
এ প্রেক্ষিতে সরকার অতি শিগগিরই জারি করা প্রজ্ঞাপন সংশোধনের মাধ্যমে নতুন করে চিকিৎসকবান্ধব প্রজ্ঞাপন জারি করবে বলে সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার এটাকে শুধু ভাতা মনে করলে ভুল করবে। এটা মূলত বিনিয়োগ। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হবে এবং দেশবাসী তাদের মাধ্যমে উপকৃত হবে। পাশাপাশি এই বিনিয়োগের মাধ্যমে দেশে একটি উন্নত চিকিৎসাসেবার ক্ষেত্র তৈরি হবে এবং রোগীদের বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার হার কমে আসবে।
সারাবাংলা/এসবি/আরএস
ন্যাশনাল ডক্টরস ফোরাম প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি