পৃথক অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫
২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫
খাগড়াছড়ি : পৃথক অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি পুলিশ।
গ্রেফতারকৃত দুজন হচ্ছে- খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ও গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব কুমার শীল।
দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে বুধবার সকালে দুজনকে আটক করা হয়েছে। উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২৪ ঘন্টার মধ্যেই উভয়কে আদালতে হাজির করা হবে।
সারাবাংলা/আরএস