ঘূর্ণিঝড় চিডোর: মায়োটে নিহত বেড়ে ৩৯
২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯
ভারত মহাসাগরে অবস্থিত ফরাসি ভূখণ্ড মায়োটেতে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।
দ্বীপ প্রশাসকের বিবৃতি অনুযায়ী, সর্বশেষ গণনায় আহতের সংখ্যা ছিল ২৫শ।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে ঘূর্ণিঝড়ে নিহতদের শনাক্তকরণের কাজ অব্যাহত রয়েছে ।’
দ্বীপটির পূর্বাঞ্চলীয় প্রধান নগরী মামুদজুরের একটি স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে একটি ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে। সেখানে একটি প্রসূতি বিভাগ এবং দুটি অপারেটিং থিয়েটার রয়েছে। এটি প্রতিদিন ১০০ জন রোগীর চিকিৎসা পরামর্শ এবং ৩০ জনকে হাসপাতালে ভর্তির সুবিধা প্রদানে সক্ষম।
উল্লেখ্য, ঘূর্ণিঝড়টি গত ১৪ ডিসেম্বর মায়োটেতে আঘাত হানে। বিগত ৯০ বছরের মধ্যে সেখানে আঘাত হানা এটি ছিল সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়। এর তাণ্ডবে দ্বীপটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ফ্রান্সের সবচেয়ে দরিদ্র এই অঞ্চলের জরুরি সেবা যেমন পানি, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে ত্রাণ কর্মীরা তখন থেকেই লড়াই করে যাচ্ছেন।
বর্তমানে প্রতিদিন ১০০ হাজার লিটার পানি বিতরণ করা হচ্ছে সেখানে।
সারাবাংলা/এসডব্লিউ