নিরাপত্তাজনিত কারণে ঢাবি মেট্রো স্টেশন বন্ধ
২৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৩২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ২৩:১৫
ঢাকা: নিরাপত্তাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বুধবার (২৫ ডিসেম্বর) বন্ধ রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবারও মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে থামানো হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. ইফতেখার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে। এ সংক্রান্ত একটি চিঠি আমাদের কাছে দিয়েছে। ফলে আজ ঢাবিতে মেট্রোরেল থামানো হচ্ছে না।’
এর আগে গত ১৬ ডিসেম্বর একই কারণে ঢাবি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। জানা গেছে, একইভাবে আগামী ৩১ ডিসেম্বর ও নতুন বছরের (২০২৫) প্রথম দিনও (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
এদিকে, গত ৮ ডিসেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথ রয়েছে, যা প্রয়োজনে বন্ধ রাখা সম্ভব। তবে মেট্রোরেল স্টেশনের মাধ্যমে বহিরাগতদের প্রবেশাধিকার সীমিত করা সম্ভব হয় না।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো বন্ধ করলেও মেট্রো স্টেশনের মাধ্যমে বহিরাগতরা সহজেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারেন। এ কারণে স্টেশনটি সাময়িক বন্ধ রাখার প্রস্তাব করেছি, যা এরই মধ্যে অনুমোদন হয়েছে।’
সারাবাংলা/জিএস/আরএস