Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:৩২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:০১

নিহত ফায়ার কর্মী সোহানুর জামান নয়ন (২৪)

ঢাকা: সচিবালয়ের আগুন নেভাতে কাজ করার সময় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়ন (২৪)। একই দুর্ঘটনায় আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সচিবালয়ে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের প্রথম যেসব ইউনিট আগুন নেভাতে গিয়েছিল, সেগুলোতেই ছিলেন এই দুজন।

দুর্ঘটনায় আহত দুজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন সোয়ানুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত মো. হাবিবুর রহমান (২৫) হাসপাতালে চিকিৎসাধীন।

সোয়ানুর রংপুর জেলার মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, রাতে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহত দুজন ফায়ার সার্ভিস কর্মীকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোয়ানুর নামে এক ফায়ার সার্ভিস কর্মী ভোরের দিকে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোয়ানুরের সহকর্মীরা জানান, রাতে সচিবালয় আগুন লাগলে ফায়ার সার্ভিস কর্মীরা সচিবালয়ের সামনে রাস্তায় পানির পাইপ লাগাচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী এক ট্রাকের ধাক্কায় সোয়ানুর ও হাবিবুর আহত হন।

এর আগে বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ ইউনিটের প্রায় ঘণ্টায় চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনজে

আগুন ট্রাকচাপা নিহত সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর