৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন
২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:৪৮
ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় ছয় ঘণ্টা পর। ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, বুধবার মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূ্ত্রে জানা যায়, প্রথমে রাত ১টা ৫৪ মিনিট থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
এদিকে রাতে সচিবালয় আগুনের ঘটনায় ফায়ারসার্ভিস কর্মীরা সচিবালয়ের সামনে রাস্তায় পানির পাইপ লাগানোর সময় এক দ্রুতগামী ট্রাক ধাক্কায় দুই জন আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন (২৪)।
আরও পড়ুন:
- মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন
- সচিবালয়ে আগুন, ২ প্লাটুন বিজিবি মোতায়েন
- যেসব মন্ত্রণালয় রয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে
- সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত
সারাবাংলা/ইউজে/এনজে