আগুন নিয়ন্ত্রণে এলেও সচিবালয়ে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা
২৬ ডিসেম্বর ২০২৪ ০৯:১২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:৪৭
ঢাকা: দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভে যাওয়ার ৪০ মিনিট পার হয়ে গেলেও সচিবালয়ে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মী প্রবেশ করতে পারছেন না। তারা সকাল ৮টা থেকে সচিবালয়ের প্রবেশ গেটগুলোতে ভিড় করে রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভেতর থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত কাউকে প্রবেশের অনুমতি দেওয়া যাচ্ছে না।
এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। টানা ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু এখনো সাত নম্বর ভবন থেকে ধোঁয়ার কুন্ডলি বের হতে দেখা যাচ্ছে।
এদিকে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভিড় সচিবালয়ের মূল প্রবেশ গেটে। সকাল ৮টা থেকে কর্মীরা নিজ কর্মস্থলে প্রবেশের জন্য অপেক্ষা করছেন। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তৃতীয় শ্রেণির কর্মী ফিরোজ আহমেদ সারাবাংলাকে বলেন, আমরা সাধারণত সকাল ৯টার আগে অফিসে ঢুকে যাই। আজ রাস্তায় জ্যাম নেই বলে দ্রুত চলে এসেছি। এসে দেখি কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমরা এখানে অপেক্ষা করছি। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না।
ডাক-টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মী শহিদুজ্জামান বলেন, আমি কোথায় কিভাবে অফিস করব বুঝতে পারছি না।
এ ছাড়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মী সুমনা আক্তার বলেন, আমাদের অফিসে পুড়ে তো সব শেষ।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।