সচিবালয়ের আগুনে ‘ষড়যন্ত্রে’র ইঙ্গিত উপদেষ্টা আসিফের
২৬ ডিসেম্বর ২০২৪ ১১:০২ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:২১
ঢাকা: মধ্যরাতের ভয়াবহ আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সচিবালয়ের একটি ভবনের তিনটি তলার অন্তত চারটি মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আগুনে ষড়যন্ত্র ও নাশকতার ইঙ্গিত দেখছেন।
উপদেষ্টা আসিফ বলেছেন, আগের সরকারের শাসনামলে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুর্নীতি ও অর্থ লুটপাটের তদন্ত করছেন তারা। যেসব তথ্যপ্রমাণ লোপাট করার জন্য আগুন দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। যে বা যারাই এ ধরনের ষড়যন্ত্রে জড়িত থাকুক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। উপদেষ্টা আসিফ মাহমুদ এ দিন নীলফামারীতে অবস্থান করছিলেন। আগুনের খবর পেয়ে সেখান থেকেই নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দেন তিনি।
আসিফ মাহমুদ লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো জানা যায়নি। তবে আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
নীলফামারিতে অবস্থান করছেন জানিয়ে আসিফ মাহমুদ লিখেছেন, যত দ্রুতসম্ভব ঢাকায় ফিরছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ওই স্ট্যাটাসটি আবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানেও হুঁশিয়ারি দিয়েছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
এদিকে সচিবালয়ের সাত নম্বর যে ভবনটিতে আগুন লেগেছে, তার তিনটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
এর আগে রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫৪ মিনিটে। শুরুতে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শেষ পর্যন্ত ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। প্রায় ছয় ঘণ্টা পর সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:
- সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে
- মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন
- সচিবালয়ে আগুন, ২ প্লাটুন বিজিবি মোতায়েন
- যেসব মন্ত্রণালয় রয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে
- সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত
সারাবাংলা/জেআর/এনজে/টিআর