Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে ক্ষতিগ্রস্ত ৪ মন্ত্রণালয়, তিনটিরই দায়িত্বে উপদেষ্টা আসিফ-নাহিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১১:১০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:২১

বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ছবি: সংগৃহীত

ঢাকা: মধ্যরাতের আগুনে পুড়ল প্রশাসনের প্রাণকেন্দ্র। সচিবালয়ের ৭ নম্বর ভবনের অন্তত তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি তলা পুরোপুরি এবং একটি তলা আংশিক পুড়ে গেছে। এই তিনটি তলায় যেসব দফতর রয়েছে, সেগুলোর দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে সচিবালয়ের ওই ভবনে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজকরে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত। সেখান থেকে ওপরের দুটি তলায় আগুম ছড়িয়েছে। নিচের তলাগুলোতে আগুন তেমন প্রভাব রাখতে পারেনি।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

যেখান থেকে আগুনের সূত্রপাত, সচিবালয়ের ৭ নম্বর ভবনের সেই ষষ্ঠ তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। দুটি মন্ত্রণালয়ের দায়িত্বেই ছিলেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো আসিফ মাহমুদের কাছে থাকলেও পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে।

আগুনে ক্ষতিগ্রস্ত সপ্তম তলায় রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের একাংশ। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদই। আর ডাক ও টেলিযোগাযোগের দায়িত্বে রয়েছেন আরেক তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম।

আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের অন্তত তিনটি তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সারাবাংলা

সচিবালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুনে এই দুটি তলার প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়েছে। প্রায় কিছুই অবশিষ্ট নেই। এ ছাড়া অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে অষ্টম তলা। সেখানে রয়েছে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সরকারের গুরুত্বপূর্ণ এই দফতরের দায়িত্বেও রয়েছেন আসিফ মাহমুদ।

আগুনের ঘটনায় এরই মধ্যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কমিটি ৫ থেকে ১১ সদস্যের হতে পারে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় নাশকতা থাকতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের আগ পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না।

আগুনের ঘটনায় সচিবালয়ের কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে ঢুকতে পারেননি। ছবি: সারাবাংলা

স্বরাষ্ট্র উপদেষ্টা মুখ না খুললেও এরই মধ্যে ফেসবুক স্ট্যাটাসে সচিবালয়ে আগুনের ঘটনাউ নাশকতার ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, যার অধীনে থাকা দফতরগুলোই আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নীলফামারিতে অবস্থান করছিলেন উপদেষ্টা আসিফ। সেখান থেকে যত দ্রুতসম্ভব ঢাকা ফিরছেন জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, বিগত সরকারের আমলে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যে দুর্নীতি ও অর্থ লোপাট হয়েছে, তার তদন্ত তারা করছিলেন। আগুন লাগিয়ে সেসব তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, কোনো ষড়যন্ত্র হয়ে থাকলে কেউ ছাড় পাবে না।

সারাবাংলা/জেআর/টিআর

উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা নাহিদ ইসলাম মন্ত্রণালয় সচিবালয় সচিবালয়ে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর