Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিডিআর বিদ্রোহ
আমরা বায়াসড ও প্রভাবিত হব না: তদন্ত কমিটির প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:১০

সংবাদ সম্মেলনে বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে গঠিত কমিশন প্রধান আ ল ম ফজলুর রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে গঠিত কমিশন প্রধান আ ল ম ফজলুর রহমান বলেছেন, এই তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে। আমরা কোনভাবেই বায়াসড হব না এবং কোনো কিছুর দ্বারা প্রভাবিত হব না।

রাজধানীর (২৬ ডিসেম্বর) বিজিবির সদর দফররের বিজিবির ৫ ব্যাটালিয়ন কোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তদন্তের জন্য যে সময় আমাদের দেওয়া হয়েছে, তার মধ্যেই শেষ করার ঐকান্তিক চেষ্টা করব। তদন্ত কমিশনের বক্তব্য ইতিবাচকভাবে গণমাধ্যমে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।

আ ল ম ফজলুর রহমান বলেন, যেহেতু এটা জাতীয় সমস্যা, হাজার বছরেও পৃথিবীতে এ রকম ধরনের ঘটনা ঘটেনি। এতো সামান্য সময়ে এতো অফিসার কখনও নিহত হননি। এতো মানুষ নিগৃহীত হয়েছেন।

এই সমস্যা চিহ্নিত করা এবং এর সুরাহার চেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টা ডা. ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বিডিআর বিদ্রোহে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র উদঘাটন করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান ছাড়াও সাত সদস্যের কমিটির ছয় জন সদস্য উপস্থিত ছিলেন।

তারা হলেন- মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব:), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, বীর প্রতীক (অব.), অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম. আকবর আলী, বিপিএম, পিপিএম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম।

এর আগে, ২৪ ডিসেম্বর বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে একটি কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার স্বরূপ উদঘাটনে এবং এ ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্ত কমিশন বাংলাদেশের যেকোনো স্থান পরিদর্শন এবং সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে।

আরও পড়ুন- প্রথম বৈঠকে বসছে ‘বিডিআর বিদ্রোহ’ তদন্ত কমিশন

সারাবাংলা/কেআইএফ/ইআ

তদন্ত কমিটি বিডিআর বিদ্রোহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর