Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনস্টাসের তাণ্ডবের দিনে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:১৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:২১

বল হাতে অজিদের জবাব দিয়েছেন জাসপ্রিত বুমরাহ

দিনের শুরুতে জাসপ্রিত বুমরাহর ওপর ঝড় বইয়ে অভিষিক্ত স্যাম কনস্টাসের ব্যাটিং তাণ্ডব। তরুণ কনস্টাসের সাথে বিরাট কোহলির কাঁধে ধাক্কার পর বাদানুবাদ। অজি ব্যাটারদের চারটা ফিফটি শেষে সেই বুমরাহর বোলিংয়েই ভারতের জবাব। বক্সিং ডে টেস্ট জমজমাট হতে আর কী চাই! আজ (বৃহস্পতিবার) মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে প্রথমদিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩১১/৬। 

টসে জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে উসমান খাওয়জার সাথে ইনিংস উদ্বোধন করেন ১৯ বছর বয়সী কনস্টাস। ইনিংসের সপ্তম ওভারে টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার বুমরাহর ওপর চড়াও হন সদ্য কৈশোর পেরিয়ে আসা এই ডানহাতি ব্যাটার। স্কুপ, রিভার্স স্কুপে চারের পর ছয়!, দুই বল বিরতি দিয়ে আবার সেই রিভার্স স্কুপ! ফলাফল চার। বুমরাহকে এতটা দিশাহীন শেষ কবে দেখা গেছে তা সহসাই মনে করতে পারবেন না হয়তো, অন্তত টেস্ট ক্রিকেটে। 

বিজ্ঞাপন

বুমরাহর ওপর ছড়ি ঘোরানো শেষে কনস্টাস ব্যাট করেছেন ওয়ানডে স্টাইলে। অভিষেকেই ৫২ বলে ছুঁয়ে ফেলেন ফিফটি। হয়ে যান অভিষেক টেস্টে অজিদের হয়ে ফিফটি করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার। খাওয়াজার সাথে গড়েন ৮৯ রানের জুটি। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৬৫ বলে করেন ৬০ রান। 

মার্নাস লাবুশেনের সাথেও ৬৫ রানের একটা জুটি হয় খাওয়াজার। এই জুটির পথে ফিফটি তুলে নেন বাঁহাতি এই ওপেনার। ১২১ বলে ৫৮ রানে ফিরেছেন লোকেশ রাহুলের হাতে বুমরাহর বলে ক্যাচ দিয়ে। স্টিভেন স্মিথের সাথে লাবুশেনের ৮৩ রানের জুটিও বেশ কার্যকরী হয়ে এসেছে অজিদের জন্য। অবশ্য ওয়াশিংটন সুন্দরের বলে তুলে মারতে গিয়ে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে লাবুশেন ফেরেন ব্যক্তিগত ৭২ রানে। ছয় রানের ব্যবধানে বুমরাহর জোড়া আঘাতে ফেরেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। অ্যালেক্স ক্যারি আউট হয়েছেন দিনের শেষ ব্যাটার হিসেবে। স্মিথ অপরাজিত আছেন ৬৮ রানে। তিন উইকেট নেন বুমরাহ, একটি করে উইকেট নেন আকাশ দ্বীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

জাসপ্রিত বুমরাহ বোর্ডার-গাভাস্কার ট্রফি স্যাম কনস্টাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর