Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৭

টাঙ্গাইল: টাঙ্গাইলে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্প্রতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল শহরের দক্ষিণ থানাপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মো. আল আমিন (২৭), জেলার কালিহাতী উপজেলার সিঙ্গাইর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. রায়হান আহম্মেদ লিজন (২৮), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিজবাগ গ্রামের মজিবল হকের ছেলে মো. হাসান (২৬) ও একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. আশরাফ হোসেন (২৫)।

বিজ্ঞাপন

তাদের মধ্যে মো. আল আমিনের নামে বিভিন্ন থানায় নানা অপরাধের ২৭টি মামলা রয়েছে। অন্যদের নামে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা থেকে বগুড়াগামী মোটরসাইকেল চালক মো. নোমান শেখ ১৪ নভেম্বর টাঙ্গাইলের কান্দিলা পৌঁছলে পেছন থেকে দুটি মোটরসাইকেলে ডাকাতরা হামলা করে। এসময় তারা ২ লাখ ৯৭ হাজার টাকা মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় মো. নোমান শেখ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ টাঙ্গাইলের কালিহাতী, মির্জাপুর উপজেলা, কক্সবাজার ও নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

সারাবাংলা/এসআর

৪ ডাকাত গ্রেফতার আন্তঃজেলা ডাকাত টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর