সচিবালয়ে আগুন
ক্ষয়ক্ষতি নিরূপণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৫ সদস্যের কমিটি
২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৫০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩:২৭
ঢাকা: সচিবালয়ের ৭ নম্বর ভবনের যে চারটি ফ্লোর পুড়ে গেছে এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে। এ মন্ত্রণালয়ের পুরোটাই পুড়ে গেছে। সেখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে- তা নিরূপণ করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. ফজলে এলাহী।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামানকে (প্রশাসন) আহবায়ক করে গঠিত কমিটিতে উপসচিব (প্রশাসন) মো. ফজলে এলাহীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. ইকবাল হোসেন যুগ্মসচিব (ক্রীড়া-২), মো. জিল্লুর রহমান উপসচিব (প্রশাসন-১), মো. রাশেদ ভূঁইয়া।
কমিটিটি অগ্নিকাণ্ডে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণপূর্বক ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
আরও বলা হয়, কমিটি প্রয়োজনে যে কোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে।
আরও পড়ুন-
- মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন
- ৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন
- সচিবালয়ে আগুন: জরুরি বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তারা
- সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত
সারাবাংলা/জেআর/এমপি