সংস্কার ও নির্বাচনকে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় না করানোর দাবি বাম গণতান্ত্রিক জোটের
২৬ ডিসেম্বর ২০২৪ ১৯:১০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ২১:২০
ঢাকা: সংস্কার ও নির্বাচনকে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় না করিয়ে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
সভায় সারা দেশে আইন শৃংখলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিণ্ডিকেট ভেঙে দেয়া, রেশনিং ব্যবস্থা চালু এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করে শ্রমিকদের ন্যায্য মজুরি, কাজ ও অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
অন্যান্যের মধ্যে সভায় জুলাই হত্যাকাণ্ডের বিচারে দীর্ঘসূত্রিতায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বিচারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আহতদের চিকিৎসায় অবহেলায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানানো হয়।
একই সঙ্গে সাম্রাজ্যবাদী দেশসমূহের তৎপরতা ও সাম্প্রদায়িক উন্মাদনা ও উস্কানির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার পাশাপাশি গুপ্তহত্যা ও চাঁদপুরে সারবাহী জাহাজে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান নেতারা।
বামজোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) -এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম এগিয়ে নেওয়ার জন্য জন্য জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি বাম গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাসদ (মার্কসবাদী)’র নেতা মানস নন্দী প্রমুখ বক্তব্য রাখেন।
সারাবাংলা/এএইচএইচ/আরএস