Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে আগুন: দায়িত্বে অবহেলায় শোকজ নোটিশ পাচ্ছেন ৫ পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ২২:৫৩

সচিবালয়ের আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় ওই রাতে ডিউটিতে থাকা পাঁচ পুলিশ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিতে যাচ্ছে প্রশাসন। একটি নির্ভরযোগ্য সূত্র সারাবাংলাকে জানিয়েছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) এই শোকজ লেটার ইস্যু হতে পারে।

সূত্র অনুযায়ী, পাঁচ পুলিশ সদস্য হলেন— সাজ্জাদ, রামেশ্বর, নায়েক লিটন, পারভেজ মোল্লা ও এএসআই মোবারক। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাদের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জবানবন্দি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে সচিবালয়ের ওই ভবনে আগুন লাগে। ১টা ৫২ মিনিটে খবর পেয়ে ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে আটটি ইউনিট কাজ করছিল। আগুনের তীব্রতা বাড়তে থাকলে একে একে ১৯টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে আরও চার ঘণ্টা। এই ১০ ঘণ্টায় সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ে আগুন। অন্তত চারটি মন্ত্রণালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সচিবালয়ের মতো স্পর্শকাতর একটি স্থাপনায় এ রকম ভয়াবহ আগুন ছড়িয়ে পড়া নিয়ে এরই মধ্যে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয় সরকার উপদেষ্টা ফেসবুক পোস্টে ইঙ্গিত দিয়েছেন, আগের সরকারের শাসনামলের যেসব দুর্নীতির তথ্যপ্রমাণ তারা খুঁজে পেয়েছেন, তা লোপাটের জন্য আগুন লাগানো হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে কাজ করা নৌ বাহিনীর একজন কর্মকর্তাও আগুন পরিকল্পিত হতে পারে বলে অভিমত জানিয়েছেন।

প্রশাসনের প্রাণকেন্দ্রের এই আগুনের ঘটনা তদন্তে প্রথমে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিটিতে প্রতিবেদন জমা দিতে সাত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। পরে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ এবং পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। আরও একটি তদন্ত কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সচিবালয়ের অগ্নিকাণ্ড তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে আট সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তিন দিনের মধ্যে এই কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/টিআর

আগুন দায়িত্বে অবহেলা শোকজ নোটিশ সচিবালয়ে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর