Sunday 09 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ২০:৩৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩:২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা: সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এটি আমাদের সকলের নিরাপত্তার বিষয়। সচিবালয়ে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিল থাকে। ফলে বিষয়টিকে সরকার খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। যার জন্য স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

সচিবালয় অগ্নিকাণ্ড নাশকতা বলে তারা ধারণা করছেন কি না?- এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকার ধারণার ওপর কোনো মন্তব্য করতে পারে না। সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে, উচ্চপর্যায় তদন্ত কমিটি গঠন করেছে।’

আগুন নেভাতে এত বিলম্ব হলো কেন?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

অগ্নিকাণ্ড গুরুত্ব টপ নিউজ সচিবালয় সৈয়দা রিজওয়ানা হাসান

বিজ্ঞাপন

লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ৬
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৮

আরো

সম্পর্কিত খবর