সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, ৭১ পর্যটক যেভাবে উদ্ধার হলেন
২৬ ডিসেম্বর ২০২৪ ২২:৪৮
কক্সবাজার: সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে সাগরে ‘ইঞ্জিন বিকল’ হয়ে আটকা পড়া জাহাজ থেকে ৭১ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া উপকূলবর্তী সাগরে আটকা পড়া জাহাজ থেকে স্থানীয় জলেদের সহযোগিতায় তাদের উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ড।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. আবুল কালাম জানান, সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে এমভি গ্রিন লাইন নামের পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যায়। বিকেল ৪টার দিকে ৭১জন যাত্রী নিয়ে কক্সবাজারে ফেরার পথে সাগরে জাহাজটির ‘ইঞ্জিন বিকল’ হয়ে যায়। এতে জাহাজটি সেখানে আটকা পড়ে। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড স্থানীয়দের সহায়তায় পর্যটকদের উদ্ধার করে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, জাহাজটির অবস্থান উপকূলের কাছাকাছি হওয়ায় জোয়ারের পানি কমে গেলে তাদের উদ্ধার করা হয়। আটকা পড়া পর্যটকদের কক্সবাজার শহরে পৌঁছাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইটি বাসের ব্যবস্থা করা হয়েছে।