স্মিথের সেঞ্চুরিতে রানের চাপায় পিষ্ট ভারত
২৭ ডিসেম্বর ২০২৪ ০৮:৫৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৮
ব্রিসবেনে দেড় বছরের অপেক্ষার পর টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন তিনি। স্টিভ স্মিথ আলো ছড়ালেন মেলবোর্নেও। বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মিথ। তার সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে ৪৭৪ রানের বিশাল স্কোর দাড় করিয়েছে অস্ট্রেলিয়া।
৬৮ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন স্মিথ। দিনের শেষভাগে দ্রুত কিছু উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল অজিরা, ৬ উইকেটে ৩১১ রান তুলে শেষ হয় প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিনের শুরুতে প্যাট কামিন্সকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন স্মিথ। ৭ম উইকেটে শতরানের এই জুটির সুবাদে ৪০০ পেরোয় দলীয় স্কোর।
এই সময় সেঞ্চুরি তুলে নেন স্মিথও। নিজের ক্যারিয়ারের ৩৪তম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন তিনি। ভারতীয় বোলারদের হতাশ করে দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন স্মিথ। ভারতের বিপক্ষে এটি তার ১১তম টেস্ট সেঞ্চুরি, যা যেকোনো দেশের পক্ষে সর্বোচ্চ। স্মিথ পেছনে ফেলেছেন ভারতের বিপক্ষে ১০টি সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটার জো রুটকে।
১১২ রানের জুটি ভাঙে ৪৯ রান করা কামিন্স ফিরলে। কামিন্সকে ফেরান জাদেজা। মিচেল স্টার্ককে নিয়ে স্কোর ৪৫০ পেরিয়েছেন স্মিথ। স্মিথ শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফেরেন ১৪০ রানে। ১৩ রান ও ৩ ছক্কায় ১৯৭ বলে ১৪০ রান করা স্মিথকে থামিয়েছেন আকাশদীপ।
শেষ পর্যন্ত অজিদের ইনিংস থামে লাঞ্চের পরপরই। ৪৭৪ রানের বিশাল সংগ্রহ নিয়ে চালকের আসনে তাই অজিরাই। ভারতের হয়ে সেরা বোলার বুমরাহ, ৯৯ রানে তিনি নিয়েছেন ৪ উইকেট। নাথান লায়নকে ফিরিয়ে অজিদের ইনিংসের ইতিও টানেন বুমরাহই।
সারাবাংলা/এফএম